জ্বালানি তেল নেই; গাধার পিঠে মরদেহ বহন করছে গাজাবাসী
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৩, ০৭:৪৯ বিকাল
নিউজ ডেস্ক |
গত রাতে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর সেই হামলার রাতেই বন্ধ ছিল স্থানীয় মুঠোফোন ও ইন্টারনেট সেবা। গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোন জ্বালানি তেল। ফলে হামলায় হতাহতদের স্বজনরা হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেনি। তাই মেলেনি অ্যাম্বুলেন্সও। ফলে বাধ্য হয়ে মৃত ও আহত স্বজনদের গাধা ও ব্যক্তিগত বাহনে বহন করছেন স্বজনরা। তবে সোমবার সকালে গাজায় আবার ইন্টারনেট ও মুঠোফোন সেবা খানিকটা চালু হয়েছে। তবে এখনো পুরোপুরিভাবে গাজা পরিস্থিতির জানা যাচ্ছে না। এনএ/ |