যুক্তরাষ্ট্রের সুপারিশ শুনলে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়বে
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৩, ১১:০৫ দুপুর
নিউজ ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতাদের সাথে এক বৈঠকে বলেছেন, ইসরায়েল ও হামাসের লড়াইয়ে গাজায় বেসামরিক নাগরিকরা  যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে তাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে।

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১৩ খবর প্রকাশ করেছে, এর জবাবে আইডিএফ প্রধান হার্জি হালেভি ব্লিনকেনকে বলেন, গাজায় অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের জেনারেলদের পরামর্শ ইসরায়েলি সামরিক বাহিনী গ্রহণ করলে, হতাহতের ঘটনা আরও ঘটবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকে ব্লিংকেন জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এক গাঁথুনি থেকে আরেক গাঁথুনি পর্যন্ত। কিন্তু ‘জনমত’ প্রশাসনের পক্ষে এ ধরনের সমর্থন বাড়ানো আরও কঠিন করে তুলছে।
মার্কিন কূটনীতিক বলেন, ‘আপনি যদি দীর্ঘ যুদ্ধ চালাতে চান, তাহলে আপনাকে অবশ্যই মানবিক সহায়তার বিস্তৃত উপাদানগুলো কে কাজে লাগাতে হবে।’

এনএ/