মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাল যুক্তরাষ্ট্র
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৩, ০৯:১১ সকাল
নিউজ ডেস্ক

ইসরায়েল ও গাজার ক্ষমতাসীন হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পৌঁছেছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ইউএস সেন্ট্রাল কমান্ড বলছে, ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের সঙ্গে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে রয়েছে এক জোড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একটি গাইডেড মিসাইল ক্রুজার।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে গাজায় যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। কিন্তু যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে লেবানন ভিত্তিক অস্ত্রধারী গ্রুপ হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিয়েছে। এই অবস্থায় দ্বিতীয় রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাল লেবানন।

এনএ/