রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ৯ নভেম্বর
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৩, ০৪:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল। সাক্ষাতে তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রতিনিধি দলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। আজ শনিবার ইসির কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির সঙ্গে সাক্ষাৎ করবেন চার নির্বাচন কমিশনার। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সাক্ষাতের বিষয় ইসির একাধিক কর্মকর্তা বলেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের আয়োজন করা হয়। এবারও তাই করা হচ্ছে। এনএ/ |