প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে জমিয়তের শোক
প্রকাশ:
০২ নভেম্বর, ২০২৩, ১১:৩৭ রাত
নিউজ ডেস্ক |
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট দায়ী ও হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রফেসর হামীদুর রহমান রহ: একজন উচ্চ শিক্ষিত মুখলেছ দায়ী ছিলেন। আজীবন বহুমুখী দ্বীনি কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। আলেম-উলামা সহ সাধারণ মুসলমানদের ইসলাহ ও আত্মশুদ্ধির ফিকির তাঁর জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে বিদ্যমান ছিল। বিনম্র স্বভাবের এই সাধকের সান্নিধ্যে এসে অনেকেই উপকৃত হয়েছেন। তার ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ দ্বীনের খাদেম হারালাম। এনএ/ |