রাষ্ট্রীয় অতিথি হয়ে ঢাকায় মসজিদে নববীর ইমাম শায়খ আব্দুল্লাহ বুয়াইজান
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৩, ০৫:০২ বিকাল
নিউজ ডেস্ক

|| কাউসার লাবীব ||

জাতীয় ইমাম সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছেন মসজিদে নববীর ইমাম-খতীব এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাইখ ড. আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুআইজান।

জানা যায়, আজ রোববার (২৯ অক্টোবর) ভোরে তাকে বহন করা একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে বাংলাদেশে স্বাগত জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, রাজধানীর পূর্বাচলে বাণিজ্যমেলা মাঠে লাখো ইমামের সম্মেলন ঘটাতে যাচ্ছে সরকার। এ সম্মেলনে সশরীরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সেখানে ষষ্ঠ দফায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জানা যায়, আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানা যায়, জাতীয় ইমাম সম্মেলনে সারাদেশ থেকে প্রায় এক লাখ ইমামকে আনা হচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন মসজিদে নববির ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আলবুয়াইজান। সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পুরস্কৃত করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, দেশে ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় ৮০ হাজার আলেম-ওলামা। সরকার তাদের প্রতি মাসে সাড়ে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে। এই শিক্ষকেরা ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। সেই ইমামদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

কেএল/