হামাসের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
প্রকাশ:
২৮ অক্টোবর, ২০২৩, ০৯:২১ সকাল
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেইন অ্যাসেটস কন্ট্রোল কার্যালয় এই নিষেধাজ্ঞারোপ করেছে। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের সাথে যুক্ত প্রধান কর্মকর্তা এবং আর্থিক নেটওয়ার্কগুলোর ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং হামাস-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, নতুন নিষেধাজ্ঞাগুলো তাদের ফরেন অ্যাসেট কন্ট্রোল কার্যালয়ের মাধ্যমে আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো হামাসের আর্থিক নেটওয়ার্ক, হামাসের বিনিয়োগ পোর্টফোলিওতে অতিরিক্ত সম্পদ এবং পূর্ববর্তী ও বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোকে ফাঁকি দিতে সহায়তা করেছে এমন ব্যক্তিবর্গ। নিষেধাজ্ঞার মধ্যে ইরানের বিপ্লবী গার্ড কোর এবং গাজাভিত্তিক একটি সংস্থার সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। তারা ইরান থেকে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে অবৈধ তহবিল সরবরাহ করে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। নতুন নিষেধাজ্ঞাগুলো ১৮ অক্টোবর আরোপিত প্রাথমিক পর্বের নিষেধাজ্ঞার পরে আরোপ করা হয়। ওই নিষেধাজ্ঞাগুলো হামাসের অপারেটিভ এবং আর্থিক সুবিধাদাতাদের লক্ষ্য করে আরোপ করা হয়েছিল। এছাড়া ২০২২ সালের মে মাসে হামাসের গোপন আন্তর্জাতিক বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনার সাথে জড়িত কর্মকর্তা এবং সংস্থাগুলোকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র দাবি করেছে, সুদান, আলজেরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশে বৈধ ব্যবসার আড়ালে পরিচালিত কোম্পানিগুলোসহ হামাসের গোপন পোর্টফোলিওর মূল্য কয়েক মিলিয়ন ডলার বলে অনুমান করা হচ্ছে। মার্কিন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবারের নিষেধাজ্ঞাগুলো হামাসকে আর্থিক, লজিস্টিক এবং অপারেশনাল সহায়তা প্রদানে ইরান যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাও তুলে ধরা হয়েছে। পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, 'সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ ও রোধ করার জন্য আমাদের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় হামাসের প্রবেশাধিকার বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সাথে কাজ চালিয়ে যাবে।' তবে হামাসের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানালেও গাজায় অমানবিক এবং বর্বর হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। বরং ইসরায়েলের প্রতি কঠোর সমর্থন জানিয়েছে বাইডেন প্রশাসন এনএ/ |