ইরানি ঘাঁটি ও অস্ত্রাগারে মার্কিন হামলা
প্রকাশ:
২৭ অক্টোবর, ২০২৩, ০৮:৪২ রাত
নিউজ ডেস্ক |
সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন। সম্প্রতি সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে একাধিকার ড্রোন হামলার জবাবে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। কর্মকর্তাদের মতে, দুটি এফ-১৬ যুদ্ধবিমান নির্ভুল অস্ত্র ব্যবহার করে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটায় ইরাক সীমান্তবর্তী আবু কামালের কাছের ওই অস্ত্রাগারে হামলা চালানো হয়। সূত্র: আল জাজিরা, রয়টার্স, আরব নিউজ এনএ/ |