বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু
প্রকাশ:
২৫ অক্টোবর, ২০২৩, ১১:০২ দুপুর
নিউজ ডেস্ক |
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলের দিকে অগ্রসর প্রভাব কেটে যাওয়ায় ১ দিন পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। এর আগে ঘূর্ণিঝড় হামুনের কারণে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১ টায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তিনি জানান, বরিশাল থেকে সকাল ৮ টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলের দিকে অগ্রসর হলে বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমআই/
|