আজানের আগে নামাজ পড়লে নামাজ হবে?
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৩, ১০:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
প্রশ্ন: মুহতারাম! নামাজের ওয়াক্ত হলে কি নামাজ পড়া যাবে, না আযানের জন্য অপেক্ষা করতে হবে । বিভিন্ন প্রয়োজনে আজানের আগে আমার নামাজ পড়তে হয়। জানিয়ে উপকৃত করবেন। উত্তর : নামাজের ওয়াক্ত হয়ে গেলে, আজানের আগে নামাজ পড়তে কোনো সমস্যা নাই।নামাজ হবে।তবে মুকিম অবস্থায় জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আজান মুস্তাহাব। বাদাইউস সানাই ১/১৫৩। এমআই/
|