নামাজে সূরা  ফাতেহার পরিবর্তে তাশাহহুদ পড়লে নামাজের বিধান
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৩, ১০:০৩ দুপুর
নিউজ ডেস্ক

প্রশ্ন : একদিন ফরজ নামাজে সূরা ফাতেহার পরিবর্তে তাশাহহুদ পড়ি। এরপর সেজদায়ে সাহু না দিয়েই নামাজ শেষ করি। মুহতারাম, আমার জানার বিষয় হলো এ অবস্থায় আমার নামাজ হয়েছে? না পুনরায় পড়তে হবে? জানিয়ে উপকৃত করবেন। আল্লাহ আপনাদের সহায় হোন।

উত্তর : তাশাহহুদ পড়ার পর যদি সুরা ফাতেহা ও সূরা মিলিয়ে থাকেন তাহলে সেজদায়েসাহু ছাড়াই আপনার নামাজ শুদ্ধ হয়ে গেছে। আর যদি সূরা ফাতেহার সাথে অন্য কোনো সূরা না মিলিয়ে থাকেন তাহলে আপনার নামাজ হয়নি। পুনরায় উক্ত নামাজ কাযা করে নিতে হবে।  বাহরুর রায়েক১/১৭১।

এমআই/