গাজায় ইসরায়েলি হামলার নিন্দা বেফাকের
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৩, ০৫:৫৬ বিকাল
নিউজ ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ মুসলমান নারী, শিশুসহ বেসামরিক নাগরিকদের উপর ইসরাঈলী আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড 'বেফাক'।

শনিবার (২১অক্টোবর)  বেফাক কার্যালয়ে আল্লামা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে আমলার বৈঠকে এ নিন্দা জানানো হয়।

পাশাপাশি রাজধানীর মিরপুরে আহমদিয়া মুসলিম জামাতের (কাদিয়ানী) কেন্দ্র তৈরি ও মসজিদ নাম দিয়ে কাদিয়ানী উপাসনালয় স্থাপনের গভীর নিন্দা, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, করাবন্দী ওলামায়ে কেরামের মুক্তিদান এবং সকল হয়রানীমূলক মামলা প্রত্যাহারেরও আহবান জানান হয়।

উল্লেখ্য,বৈঠকে বেফাকের ১৭ সদস্য বিশিষ্ট মজলিসে খাস পুনর্গঠিত হয়।সারাদেশের শতাধিক আমেলা সদস্য, বেফাকের সহসভাপতিবৃন্দ, গুরুত্বপূর্ণ মাদরাসাসমূহের মুহতামিমরা অংশগ্রহণ করেন।

এনএ/