ধূমপান সম্পর্কে ইসলাম কী বলে
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৩, ১০:২৯ দুপুর
নিউজ ডেস্ক

প্রশ্ন :  বর্তমানে প্রায় মানুষকেই দেখা যায় বিড়িসিগারেট পান করে। এ সম্পর্কে ইসলামের বিধান জানতে মুহতারাম। আল্লাহ আপনার সহায় হোন।

উত্তর :  বিড়িসিগারেট পান করা জায়েয নাই। এতে সাস্থের মারাত্মক ক্ষতি রয়েছে। মুখসহ পুরো শরীর দুর্গন্ধ হয়ে থাকে। আশেপাশের মানুষদেরও কষ্ট হয়। অজান্তেই পাশে থাকা মানুষগুলোর ক্ষতি হচ্ছে। এতে টাকা পয়ষাও অপচয় হয়। সূরা বাকারা : ১৯৫।  সুনানে আবী দাঊদ ৩৬৬৭।

এমআই/