স্ত্রীকে মায়ের মত বলা কেমন
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৩, ১০:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

প্রশ্ন :  স্বামী স্ত্রী কথা বলার সময় যদি স্বামী  এমন বাক্য বলে – ১. তুমি মায়ের/বোনের সমান (উচ্চতা বুঝাতে)  অথবা  বোনের  মত লম্বা । ২. তোমার  নাক / কপাল আমার মেয়ের মতো তাহলে কি যিহার হয়ে যাবে?

উত্তর : যেহার হবার জন্য স্ত্রীকে বা তার এমন কোন অঙ্গ যা তার পূর্ণ সত্তাকে বুঝায় সেটিকে মাহরাম আত্মীয় কারো সাথে বা এমন কোন অঙ্গের সাথে উপমা দেয়া জরুরী, যে অঙ্গ দেখা হারাম। এখানে এমন কিছুই হয়নি।  রদ্দুল মুহতার : ১২৫-১২৬

এম আই/