বাইতুল মুকাদ্দাসে নামাজের গুরুত্ব
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৩, ০৮:১২ সকাল
নিউজ ডেস্ক

১. হযরত আবু দারদা রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা. বলেছেন ‘মসজিদুল হারামে একটি নামাজ এক লক্ষ নামাজের সমতুল্য, আমার মসজিদে একটি নামাজ এক হাজার নামাজের সমতুল্য এবং মসজিদুল আকসায় একটি নামাজ পাঁচশত নামাজের সমতুল্য। (তাবরানি, বাযযার)

২. হজরত মায়মুনা রা. থেকে বর্ণিত। তিনি বলেন-আমি নবীজি সা. কে বললাম, হে আল্লাহর রাসুল! বায়তুল মুকাদ্দাস সম্পর্কে আমাকে কিছু বলুন!’ রাসুল সা. বললেন, ‘বায়তুল মুকাদ্দাস হলো হাশরের ময়দান। পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো। কেননা, তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন‌্যান‌্য মসজিদে এক হাজার সালাত আদায়ের সওয়ার পাওয়া যায়।’ তিনি বললেন, ‘যে ব‌্যক্তি মাসজিদুল আকসায় গমনের শক্তি-সামর্থ‌্য রাখে না তার ব‌্যাপারে আপনার কী অভিমত?’ তিনি বললেন, ‘সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে। কেননা যে বায়তুল মুকাদ্দাসের জন্য হাদিয়া প্রেরণ করবে, সে তাতে নামাজ আদায়কারী ব‌্যক্তির মতো সওয়াব লাভ করবে।’ (মুসনাদে আহমাদ : ২৬৩৪৩)

এম আই/