রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় গ্রামের ২০ শতাংশ মানুষ নিশ্চিহ্ন
প্রকাশ:
০৬ অক্টোবর, ২০২৩, ১১:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কের হরোজা গ্রামে । খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সায়নেহুবোভ হামলাটিকে এই অঞ্চলের ‘নৃশংস অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন, যারা নিহত হয়েছেন তারা ওই গ্রামের বাসিন্দা ছিলেন এবং রাশিয়ার এ হামলায় একসঙ্গে গ্রামের ২০ শতাংশ মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কর্মকর্তা বলেছেন, ‘গ্রামের এক-পঞ্চমাংশ মানুষ একটি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। ছোট্ট এ গ্রামটিতে ২০২০ সালে মাত্র ৫০০ মানুষের বসবাস ছিল। যুদ্ধ শুরুর পর গ্রামটি দখল করে নিয়েছিল রাশিয়ার সেনারা। এরপর পাল্টা আক্রমণ চালিয়ে এটি পুনর্দখল করেছিল ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনীর ছোড়া এ ক্ষেপণাস্ত্রে ৫১ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের প্রায় সবাই গ্রামবাসী এবং তারা যুদ্ধে নিহত এক সেনার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে একটি ক্যাফেতে জড়ো হয়েছিলেন। সেখানেই এই হামলা চালানো হয়। এম আই/ |