জুমআর নামায ফরজ না ওয়াজিব. নিয়ত কীভাবে করতে হবে?
প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৩, ১১:২৮ দুপুর
নিউজ ডেস্ক

উত্তর :  জুমআর নামায ফরজ। নিয়ত করার সময় ফরজ বা ওয়াজিব এভাবে আলাদা শব্দ উল্লেখ করার কোন প্রয়োজন নেই। বরং মনে মনে জুমআ আদায় করছি এতটুকু স্থীর নিয়ত থাকলেই জুমআ আদায় হয়ে যাবে। সূত্র : আহলে হক মিডিয়া।

এম আই/