তিন মাস বন্ধের পর ডিএসসিসিতে জন্মনিবন্ধন শুরু
প্রকাশ: ০৫ অক্টোবর, ২০২৩, ০৪:১১ দুপুর
নিউজ ডেস্ক

তিন মাস বন্ধ থাকার পর আবারও জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

নিজস্ব সার্ভার তৈরি করে বুধবার (৪ অক্টোবর) এ সেবা চালু করেছে সংস্থাটি। রাজস্বের অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধ ছিল এ কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। জরুরি প্রয়োজনে অনেকের জন্মনিবন্ধন করার প্রয়োজন হলেও তা করতে পারেননি।

ডিএসসিসির অঞ্চল ২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ থেকে ৩৬ পর্যন্ত পুরোনো ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়গুলোকে গত মাস থেকে নিবন্ধন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ডিএসএসসিতে আগের মতো আঞ্চলিক কার্যালয়গুলোতেই নিবন্ধন কাজ চলবে। ৩৭ থেকে ৫৪ নম্বর পর্যন্ত নতুন ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোর সচিবের পদ শূন্য থাকায় সেখানে নিবন্ধন কাজের দায়িত্ব দেওয়া হয়নি। সেই ওয়ার্ডগুলোর নাগরিক আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নিবন্ধন করবেন।

জানা গেছে, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার থেকে সারাদেশে জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ হয়। এর বাইরে গিয়ে নিজস্ব সার্ভার চালু করেছে ডিএসএসসি। https://bdris.dscc.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে।

গত এপ্রিলে জন্ম ও মৃত্যুনিবন্ধন ফি পরিশোধে ই-পেমেন্ট ব্যবস্থা চালু হয়। এটি চালুর পর রাষ্ট্রীয় কোষাগারে টাকা সরাসরি চলে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ বন্ধ রাখে ডিএসসিসি।

টিএ/