ড. ইউনূস দুদকে হাজিরা দেবেন আজ
প্রকাশ:
০৫ অক্টোবর, ২০২৩, ০১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে । গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সকালের দিকে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও অন্য একজন দুপুরে হাজির হন বলে জানান তাদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। ব্যারিস্টার মামুন আরও জানান, বৃহস্পতিবার (আজ) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি দুজন হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম ও পরিচালক মো. আশরাফুল হাসান। সকাল ৯টায় তারা দুদকে হাজির হবেন। গত ৩০ মে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২)(৩) ধারায় মামলাটি করে দুদক। গ্রামীণ টেলিকমের আটজন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম। মামলায় ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। এম আই/ |