জানাজার নামাজে চতুর্থ তাকবীরের পর হাত ছেড়ে দেবার সঠিক পদ্ধতি কোনটি?
প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২৩, ০১:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

জানাজার নামাজের সময় অনেক ভাইকে দেখা যায়, একদিকে সালাম ফেরানোর সময় সেদিকের হাত ছেড়ে দেন, তারপর অন্যদিকে সালাম ফিরানো হয়ে গেলে সেদিকের হাত ছেড়ে দেন। আবার অনেকে উভয় দিকে সালাম ফিরানোর পর হাত ছেড়ে থাকেন। আমার প্রশ্ন হল, কোনটি সঠিক পদ্ধতি? দয়া করে জানালে কৃতজ্ঞ হতাম।

উত্তর : আসলে এর কোনটিই সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হল, তাকবীর শেষ হবার সাথে সাথেই হাত ছেড়ে দিবে। তারপর হাত ছাড়া অবস্থায় সালাম ফিরাবে। কারণ যে অবস্থায় কোন তাসবীহ জিকির নেই, সে অবস্থায় হাত বেধে রাখার কোন বিধান নেই। তাই যেহেতু চার তাকবীর শেষে সালাম ফিরানোর আগে কোন তাসবীহ নেই, তাই হাত বেধে রাখার কোন মানে হয় না। বাকি যদি কেউ হাত বেধে রাখে, তাতে কোন সমস্যাও নেই। তবে হাত না বাধাই উচিত।

এম আই/