বিদেশে চিকিৎসা নিতে হলে আদালতে যেতে হবে খালেদা জিয়াকে : প্রধানমন্ত্রী
প্রকাশ:
৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়াকে আদালতে গিয়ে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার শতরূপা বড়ুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি পুর্নবিবেচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জিজ্ঞেস করি—পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে। আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তবে যেটুকু করতে পেরেছি তার জন্য সেটা হলো, সরকার হিসেবে আমার যতটুকু ক্ষমতা আছে সেখানে তার সাজা স্থগিত করে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের সবচেয়ে দামী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, চিকিৎসার জন্য বাইরে যেতে হলে সাজা স্থগিতের অনুমতি আমাকে তুলে নিয়ে হবে। তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে। কোর্ট রায় দিলে তখন সে যেতে পারবে। হুআ/ |