যেভাবে সিঁথি কাটতেন প্রিয়নবি সা.
প্রকাশ:
২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
মুহাম্মদ নূর আলম প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ। তাছাড়া প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার প্রবল আগ্রহ সদা বিরাজমান থাকে। সে কারণেই আজ তুলে ধরা হলো প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুলে সিঁথি কাটার বিশদ বর্ণনা- হযরত ইব্ন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আহলে কিতাবরা (ইয়াহুদী ও নাসারা) তাদের চুল ছেড়ে দিয়ে রাখত এবং মুশরিকরা সিথি কাটতো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন বিষয়ে ঐশি নির্দেশনা আসার পূর্ব পর্যন্ত, আহলে কিতাবদের অনুসরণ করতে পছন্দ করতেন। তারপর থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চুল কপালের দিকে ঝুলিয়ে দিতেন এবং সিঁথি কাটতেন। (সহীহ বুখারী, হা/৩৫৫৮; নাসাঈ, হা/৫২৩৮; মুসনাদে আহমাদ, হা/২৬০৫। আবু দাউদ, হাদীস নং ৪১৪০) অন্য আরেক হাদীসে এসেছে, হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর মাথায় সিঁথি কাতার ইচ্ছা করতাম, তখন আমি তাঁর চুলকে দুই ভাগে বিভক্ত করতাম এবং কপালের চুলকে নাক বরাবর তাঁর চোখের দু’দিকে ঝুলিয়ে দিতাম। আবু দাউদ, হাদীস নং ৪১৪১ তাছাড়া অনেক সময় চুল লম্বা হওয়ার কারণে এলোমেলো থাকে। এ বিষয়ে হাদীসে এসেছে,আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে- যার মাথায় চুল থাকে, সে যেন তার পরিচর্যা করে। এম আই/
|