ফজরের সুন্নত কাজা হয়ে গেলে কখন আদায় করবে?
প্রকাশ:
২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
প্রশ্ন: ফজরের সুন্নত কাজা হয়ে গেলে কখন আদায় করবে? উত্তর: জামাত পাবার সম্ভাবনা থাকা অবস্থায় ফজরের ফরজের জামাত শুরু হবার পরও ফজরের সুন্নত পড়ে তারপর জামাতে শরীক হবে। কিন্তু যদি জামাত একেবারেই পাওয়ার কোন সম্ভাবনা না থাকে, তাহলে সুন্নত না পড়েই জামাতে শরীক হয়ে যাবে। জামাত শেষ করার পর সূর্যোদয়ের আগে সুন্নত পড়তে পারবে না। এটি নিষিদ্ধ। তবে সূর্যোদয়ের পর পড়তে পারবে। দলিল: সূত্র : আহলে হক মিডিয়া নআ/ |