পরিবর্তন হলো নূরানী তালীমুল কুরআন বোর্ডের সমাপনী পরীক্ষার তারিখ
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) কর্তৃক পরিচালিত ৩য় শ্রেণী সমাপনী পরীক্ষা-২০২৩-এর নতুন তারিখ নির্ধারণ করেছে বোর্ড কর্তৃপক্ষ। ১৬ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর মুহাম্মদপুরের প্রধান কার্যালয় পরীক্ষ সংক্রান্ত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বোর্ড সূত্রে জানা যায়, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) কর্তৃক পরিচালিত ৩য় শ্রেণী সমাপনী পরীক্ষা-২০২৩ সালের পরীক্ষা ২৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকালের বৈঠকে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। বৈঠকে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন সভাপতিত্ব করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে নূরানী তালিমুল কুরআন বোর্ডের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। আরএম/ |