অন্ধ হাফেজ, রসুলপুর পীর সাহেব ইন্তেকাল করেছেন
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
নাটোরের রসুলপুর বাইতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও রসুলপুর পীর নামে পরিচিত হাফেজ মাওলানা শাহ্ আব্দুল মতিন নেছারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দিবাগত রাত ১টা ১০মিনিটে বার্ধক্যজনিত কারণে নাটোর শহরের বাসভবনে মারা যান। তিনি রাজবাড়ি জেলার রসুলপুর এলাকার বাসিন্দা। রাতেই তার লাশ নাটোর থেকে রসুলপুর নিয়ে যাওয়া হয়। তার কফিন বহনকারী গাড়িতে থাকা নাটোরের মুরিদ হাসিনুর রহমান হাসু এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বিকেল ৩টায় রসুলপুরে তার প্রতিষ্ঠিত মাদরাসা মরহুমের ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নাটোর জেলায় তার ব্যাপক ভক্ত রয়েছেন। তারা জানাজায় অংশ নিতে বিভিন্ন পরিবহনের রওনা হয়েছেন ইতিমধ্যে। তার মৃত্যুতে ভক্ত, মুরিদসহ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আরএম/ |