ময়মনসিংহের প্রবীণ আলেম মুফতি ফজলুল হক ইন্তেকাল করেছেন
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৬ রাত
নিউজ ডেস্ক |
আলী যুবায়ের খান, ময়মনসিংহ আজ ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের প্রবীণ আলেম মুফতী ফজলুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুফতী ফজলুল হক বার্ধক্য জনিত কারণে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন। মুফতী ফজলুল হক ময়মনসিংহের প্রবীণ আলেম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম, জামিয়া ইসলামিয়া সেহড়া ময়মনসিংহের শায়খুল হাদিস, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের সভাপতি। জানা যায়, গতকাল (১৫ সেপ্টেম্বর শুক্রবার) রাতে অসুস্থতা বোধ করলে তাকে ময়মনসিংহের নেক্সাস কার্ডিয়াক হসপিটালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় রেফার করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। হুআ |