জুমার নামাজ শেষে দুই ভাই আর ঘরে ফেরেনি
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে দু্ই ভাই আর বাড়ি ফেরেনি। পরিচিতজনদের বাসাবাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মিলছে না। পরিবারের সদস্যরা এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায়। জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নাজমুল আহমদের দুই ছেলে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে গেলে আর বাড়ি ফেরেনি। ওইদিন বিকাল পর্যন্ত তাদের বাড়ি ফেরায় বিলম্ব দেখে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না। নিখোঁজ দুই ভাই হলো- মো. আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) ও মো. শরিফুল ইসলাম চৌধুরী মাহী (১২)। তাদের চাচা জামাল আহমদ মানবজমিনকে জানান, মো. আরিফুল ইসলাম চৌধুরী রাহি নতুন ব্রিজ এলাকার কাজিরবাজার হাফিজিয়া মাদরাসায় পড়তো। আর মো. শরিফুল ইসলাম চৌধুরী মাহী বাড়ন্তী নৌমোজা দাখিল মাদরাসায় ৭ম শ্রেণিতে অধ্যয়ণরত। নিখোঁজ দুইজনই মো. নাজমুল আহমদ ও নাসিমা আক্তার দম্পত্তির দুই ছেলে। লজিং ও হোস্টেলে থেকে তারা দুইজনই মাদরাসায় পড়ালেখা করতো । ছুটি পেলে তারা বাড়িতে আসতো। পরিবারের সদস্যরা জানান, বাবা প্রবাসে থাকায় ও মা অসুস্থ হয়ে পড়ায় তাদের নিখোঁজের বিষয়ে মৌলভীবাজার মডেল থানায় জিডি করা হয়নি। গতকাল রাতের মধ্যেই জিডি করা হবে। পরিবারের সদস্যরা তাদের সন্ধান পেলে নিকটস্থ থানা বা পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ করেন । এআই/ |