সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত অন্তত ৪০
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০১:২৮ দুপুর
নিউজ ডেস্ক

সুদানের রাজধানী খার্তুমে একটি মার্কেটে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। রবিবারের (১০ সেপ্টেম্বর) এই হামলায় আরও ৭০ জন গুরুতর আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসক এবং বশির ইউনিভার্সিটি হাসপাতাল। তাদের দাবি, ক্ষমতার দখলকে কেন্দ্র করে মায়ো এলাকায় সেনাবাহিনী এবং আধা সামরিক বহর- আরএফএফ’র মধ্যে চলছিল সংঘাত। একপর্যায়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে লোকালয়ে ড্রোন অভিযান চালায় সামরিক বাহিনী। অবশ্য হতাহতদের সবাই বেসামরিক কিনা; সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

১৫ এপ্রিল থেকে আফ্রিকার দেশটিতে চলছে ক্ষমতা দখলের লড়াই। টানা ছয় মাসের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত ৭১ লাখের কাছাকাছি। যাদের মধ্যে ১১ লাখ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোয়।