আগুনে পুড়ে ছাই দোকান ও বসতবাড়ি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪০ রাত
নিউজ ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনা জেলার পূর্বধলার সীমান্তবর্তী বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ড ৫টি দোকান ও ৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে  শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী সাইফুলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাজারের উপজেলা করেসপন্ডেন্ট (গৌরীপুর) ময়মনসিংহ। খবর পেয়ে গৌরীপুর ও পূর্বধলা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা বলেন, গৌরীপুর ও পূর্বধলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে বলা যাচ্ছে না।

টিএ/