আল্লাহ তায়ালা অহঙ্কারীদের পছন্দ করেন না
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী
আর হজরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা.) থেকে বর্ণিত-তিনি বলেন, মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহঙ্কার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, কোন মানুষ যদি এমন হয় যে, সে চায় তার বস্ত্র উত্তম হোক, তার জুতো সুন্দর হোক তাহলে এটাকি অহঙ্কার ? জবাবে মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তায়ালা সুন্দর। তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহঙ্কার মানে সত্যকে অস্বীকারকরা এবং অন্য মানুষকে তুচ্ছ করা’। দুই.
আল্লাহ তায়ালা আমাদের অহঙ্কার থেকে বেঁচে থাকার তাওফিক দানকরুন। আমিন
লেখক : মুহতামিম, জামিয়ামদীনাতুলউলূমভাটারা, ঢাকা, খতীব, মালিবাগ বায়তুল আজীম শহীদী জামে মসজিদ, ঢাকা। হুআ |