রাজধানীতে শুরু হচ্ছে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৪ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলামের উদ্যোগে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’

কোর্স বিষয়ে কিছু তথ্য-

ক্লাসের সময়: প্রতি শুক্রবার সকাল ৮-১১টা
কোর্সের ধরণ: অফলাইন
কোর্সের মেয়াদ: ৩ মাস
ক্লাস সংখ্যা: ২৪ টি
ক্লাস শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৩
কোর্সের স্থান: শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়া, ঢাকা

যোগাযোগ: ০১৯০২-৮৯১৯৯৬ (নগদ ও বিকাশ)

কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকছেন-

উবায়দুর রহমান খান নদভী
মহাপরিচালক, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)

মাওলানা আহমদ মায়মূন
লেখক অনুবাদক ও সম্পাদক
সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শারইয়্যা মালিবাগ ঢাকা

মাওলানা আবু সালেহ
সিনিয়র মুদাররিস, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা

আশরাফুল আলম পিন্টু
সহ-সম্পাদক, দৈনিক যুগান্তর

মুহাম্মদ যাইনুল আবিদীন
মুহাদ্দিস ও লেখক

মাওলানা শরীফ মুহাম্মদ
লেখক ও সাংবাদিক

বি এম হারিস
পরিচালক, অদ্রি

মুফতি এনায়েতুল্লাহ
বিভাগীয় সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর

জহির উদ্দিন বাবর
যুগ্মবার্তা সম্পাদক, ঢাকামেইল

মিরাজ রহমান
চেয়ারম্যান, সুলতানস

এম. হাসান
সিনিয়র সাব এডিটর, দৈনিক আমাদের সময়

মুনীরুল ইসলাম
সভাপতি, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম

জিয়াউল আশরাফ
নির্বাহী সম্পাদক, মাসিক নকীব

আমিন ইকবাল
সিনিয়র সাব-এডিটর, দৈনিক সময়ের আলো

আরও প্রশিক্ষণ দেবেন প্রতিশ্রুতিশীল লেখকবৃন্দ কোর্স পরিচালক ও প্রশিক্ষক

কোর্স পরিচালক ও প্রশিক্ষক
-হুমায়ুন আইয়ুব
সম্পাদক, আওয়ার ইসলাম

কোর্স সমন্বয়ক ও প্রশিক্ষক
-কাউসার লাবীব
বার্তা সম্পাদক, আওয়ার ইসলাম

যোগাযোগ: ০১৯০২-৮৯১৯৯৬ | (নগদ ও বিকাশ) Wattsapp

কেএল/