বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


প্রধান উপদেষ্টার সাক্ষাতে যমুনায় বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আমানুল্লাহ নাবিল ||

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতে যমুনায় গেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন।

জানা গেছে, চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

এ বিষয়ে মাওলানা মামুনুল হকের ভাগিনা মাওলানা এহসানুল হক জানান, বিকেল চারটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবনে যান বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা মামুনুল হক।

হাআমা/


সম্পর্কিত খবর