সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

'আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্দোলনে পরাজিত হয়ে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (সোমবার) আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের সমাবেশে একথা বলেন তিনি। শ্রমিক লীগের বিভিন্ন শাখার নেতা-কর্মী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে যোগ দেয়।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশে গেছেন দেশ বিক্রি করতে নয়, জনগণের কল্যাণের জন্য। বিএনপি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের গুরুত্ব না বুঝেই সমালোচনা করছে। আন্দোলনে পরাজিত হয়ে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি।’নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এসময় সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বড় বড় কলকারখানা বন্ধ করে বিএনপি শ্রমিকদের কাজ ছাড়া করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার শ্রমিকরা অধিকার প্রতিষ্ঠা করেছে। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। আগুন সন্ত্রাস করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ