শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

২৯ এপ্রিল ভর্তি শুরু হচ্ছে উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ এম জুনায়েদ।।

আগামী ২৯ এপ্রিল শনিবার হতে জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী’র ১৪৪৪-৪৫ হি. শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে।

উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারী একটি মকবুল জামিয়া। এ জামিয়ার প্রকৃত তালিবুল ইলম হওয়াটা বড়ই সৌভাগ্যের ব্যপার। স্রেফ মেধা আর যোগ্যতার বলে হাটহাজারীতে ভর্তি হওয়া যায় না। অনেক তুখোর মেধাবী ছাত্রকেও হাটহাজারীর ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হতে দেখেছি। তাই ভর্তি পরীক্ষার পূর্ণ প্রস্তুতির সাথে সাথে কৃতকার্য হওয়ার জন্য মহান প্রভুর দরবারে কায়মনোবাক্যে দুআ করুন। ভর্তি পরীক্ষা নিয়ে আলাদা কোন ভয়ভীতি বা টেনশনের কারণ নেই, মেহনত করুন আল্লাহ তায়া’লা আসান করবেন।

বাড়ি থেকে আসার সময় আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে আসবেন।

কয়েক কপি পাসপোর্ট সাইজ ও কয়েক কপি স্টাম্প সাইজ ছবি সাথে রাখুন। ভর্তি কার্যক্রমে ছবির প্রয়োজন হয়। হাটহাজারীতে এসে ছবি তুলতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তাই এসব আগ থেকেই রেডি করে আনলে ভোগান্তি কম হবে।

মুলহেক তথা হাটহাজারী মাদরাসার সাথে সংযুক্ত মাদরাসা সমূহ হতে আগত ভর্তিচ্ছুক ছাত্র ভাইরা অবশ্যই সাবেক মাদরাসার টিসি/ছাড়পত্র/মার্কশীট ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনবেন।

দারুল উলুম হাটহাজারী বড় এদারা। নতুন ছাত্র ভাইয়েরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসার পর থাকার সিট,খাবার ইত্যাদি নিয়ে নানা পেরেশানি ভোগ করেন। পেরেশানির কোন কারণ নেই, মাদরাসার আবাসিক হলে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ সিটের ব্যবস্থা আছে। খাবার ও আবাসিক হলে সিট বরাদ্দ পেতে আপনার নিজ জেলার বা যে কোন পুরাতন ছাত্র ভাই থেকে পরামর্শ ও সহযোগিতা নিন।

মাদরাসার আবাসিক হলে সীট বরাদ্দ পেতে আরবী/উর্দূ ভাষায় নাযেমে দারুল ইক্বামাহ বরাবর একটি দরখাস্ত লিখে নিজের সাথে রাখুন। দরখাস্ত জমা দিয়ে সীট বরাদ্দ পাওয়া যায়।

শফীক মঞ্জিল, দারুল আমান, শিক্ষা ভবন, দারে জাদিদ, নূর মঞ্জিল, আহমদ মঞ্জিল এগুলো মাদরাসার বিভিন্ন ভবনের নাম। আপনি যেই ভবনে সীট নিতে আগ্রহী সেই ভবনে থাকা পুরাতন ছাত্রদের থেকে সেই ভবনে সীট নেওয়ার বিষয়াদি জেনে নিন।

আপনার থানা/ জেলায় যেই ওস্তাদজী মাহে রমজানে মাদরাসার পক্ষ থেকে তাহসিলের জন্য সফর করেন পুরাতন ছাত্রদের সহযোগিতায় সেই ওস্তাদজীর সাথে সাক্ষাৎ করুন। আবাসিক হলে সীট পেতে সহজ হবে।

ভর্তি পরীক্ষা,ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ, ফরম জমা দেওয়া ইত্যাদি নিয়মাবলি জানতে পুরাতন ছাত্রদের সহযোগিতা নিন।

পুরাতন ছাত্রদের সহযোগিতা নিন। হাটহাজারীর ভর্তি, সীট, খানা ইত্যাদি সংক্রান্ত সকল কার্যক্রম সহজ ও আসান হবে। পুরাতন ছাত্রদের মধ্যে জেলা ভিত্তিক একজন জিম্মাদার নিযুক্ত থাকে। মাদরাসায় উপস্থিত হয়ে আপনার জেলার জিম্মাদারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ নিন।

মাদরাসার আসার পর থেকে প্রতি ওয়াক্তের নামায মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে পড়ুন। জরুরি বিষয়াদি সম্পর্কে যাবতীয় এ'লান বা ঘোষণা মসজিদেই করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ