শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

যেভাবে ঈদ উদযাপন করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুদের জন্য একটু আলাদা তাগিদ অনুভব করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন। ঈদের দিন আগত শিশু-কিশোরদের ঈদি আর চকলেট দিয়ে শুভেচ্ছা-বিনিময় করেন তিনি। বহু বছর ধরে মুফতি রুহুল আমিনের ঈদ উদযাপনের বড় অংশ জুড়ে থাকে শিশু-কিশোররা। ২০২২ সালের ৩১ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ লাভ করেন মুফতি রুহুল আমিন। খতিব হিসেবে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন তিনি। ঈদের প্রধান জামাতে ইমামতি সেরে অন্তত ৩০ মিনিট শুভেচ্ছা বিনিময় করেন রুহুল আমিন।

খতিব মুফতি রুহুল আমিন বলেন, ঈদ তো ইসলামের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কষ্টকর ইবাদতের পর আনন্দময় দিন। পুরো এক মাস আল্লাহ তায়ালার নির্দেশ মেনে মুসলমান নারী-পুরুষ প্রিয় জিনিস থেকে দূরে থেকে, কষ্টকর ইবাদত শেষে ঈদ আসে। হাদিসে আছে— প্রত্যেক জাতির খুশির দিন থাকে, মুসলমান ধর্মাবলম্বীদের হচ্ছে ঈদ। ঈদের দিন মিষ্টিমুখ করে ঈদগাহের উদ্দেশে রওনা দেওয়া উত্তম। সেটা সেমাই হতে পারে, খেজুর হতে পারে, মিষ্টি জাতীয় কিছু হতে পারে। এমনকি ঈদগাহে যাওয়ার সময় ফিতরা দেওয়ার উত্তম। ওই সময় গরিব, দুখী মানুষও তাহলে ঈদের খুশিতে শরিক হওয়ার সুযোগ পান।

শিশুদের সঙ্গে ঈদ উদযাপনের প্রসঙ্গে খতিব মুফতি রুহুল আমিন বলেন, বাচ্চাদের ভালো লাগে, তাদের সঙ্গে ঈদ উদযাপন করাই তো আসল। পরিবারের সঙ্গে, শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা উত্তম। ঈদের খুশি হক্বদার তো শিশুরাই।

গহরডাঙ্গা মাদরাসার শিক্ষক মুফতি মো. তাসনিম জানান, ঈদের নামাজ আদায় করে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি সেরে মুফতি রুহুল আমিন বাসায় যান। বাসায় ফিরতে না ফিরতেই অপেক্ষারত স্বজন, ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে তিনি সৌজন্য বিনিময় করেন। এরপর নিজের পরিচালনাধীন গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে ফোনে কুশল বিনিময় করেন মুফতি রুহুল আমিন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতাদের সঙ্গেও ফোনে শুভেচ্ছা আদান-প্রদান করেন খতিব। হুজুর সাধারণত প্রায় প্রতিদিনই দান-খয়রাত করে থাকেন। ঈদের সময় সেটা আরও বেড়ে যায়। শিশু-কিশোরদের যেমন ঈদের বকশিশ প্রদান করেন, তেমনই তাদের জন্য আগেই কিনে রাখেন চকলেট। তিনি ঈদের দিন সব শিশু-কিশোরদের তা বিতরণ করেন। যারা হুজুরের অধীনে কাজ করেন, তাদেরও ঈদের দিন ঈদি দেন খতিব সাহেব হুজুর।

পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন ফজরের নামাজের পর ঈদের জামাতের জন্য প্রস্তুতি শুরু করেন মুফতি রুহুল আমিন। এরপর ঈদগাহের উদ্দেশে রওনা দেন তিনি। নামাজ আদায় করে শুভেচ্ছা পর্ব সেরে বাসায় ফেরেন। মুফতি রুহুল আমিনের ঈদের দিনের আনন্দের কেন্দ্রবিন্দুতে থাকে তার ছেলে-মেয়ে ও নাতি-নাতনিরা। আত্মীয়স্বজনের শিশু সন্তানেরা আসলে তাদেরকে ঈদি দেন তিনি। শিশুদের হাতে-হাতে চকলেট বিতরণ করেন খতিব।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ