আওয়ার ইসলাম ডেস্ক: রিয়াদে ইরানের দূতাবাস খোলার প্রস্তুতি নিতে চলতি সপ্তাহে সৌদি আরবে কারিগরি প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরান।
‘তেহরানে কূটনৈতিক মিশন পুনরায় চালু নিয়ে আলোচনা করতে শনিবার ইরানে সৌদি আরবের কূটনৈতিক দল পৌঁছানোর পর এ ঘোষণা দিল দেশটি।’
রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, ইরানের কারিগরি প্রতিনিধি দল রিয়াদে তেহরানের দূতাবাস পরিদর্শন করবে এবং সৌদি আরবে ইরানের দূতাবাস আবার চালুর ব্যবস্থা করবে।
আর সৌদি আরবের প্রতিনিধিদল রোববার সকালেই তেহরানে সৌদি দূতাবাস পরিদর্শন করেছেন বলে জানিয়েছে আইএসএনএ।
ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করার দুই দিন পর এই সৌদি প্রতিনিধিদল ইরান সফরে যায়।
গত বৃহস্পতিবার দেশ দুটির শীর্ষ দুই কূটনীতিক আনুষ্ঠানিক বৈঠক করেন চীনে।
-একে