আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু হয়ে ট্রাকে করে ঢাকা নেওয়ার সময় সাত হাজার ৮০০ কেজি জাটকা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মার একটি দল শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোরে এসব জাটকা জব্দ করে।
এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
বৃহস্পতিবার রাতে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও গরিব-দুস্থদের মধ্যে বণ্টন করা হয়েছে।
-এসআর