শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর ‘আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব’ বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আলেম রাজনীতিবিদরা খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই প্রথম বাংলাদেশি বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে স্থান পেয়েছেন বাংলাদেশি একজন বিচারক। আরব-আমিরাতের দুবাইয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় স্থান পাওয়া সেই বিচারক হচ্ছেন শায়খ শোয়াইব মুহাম্মদ আল আজহারি। এই প্রথম বাংলাদেশের কোনো বিচারক দুবাইয়ে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেছেন।

শুক্রবার (২৪ মার্চ) এই প্রতিযোগিতা শুরু হয়। আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক শোয়াইব আল কোরআন থেকে তেলাওয়াত করেন।

বিচারক শায়খ শোয়াইব মুহাম্মদ আল আজহারী মিসরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি কোরানিক সাইন্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। মিসর থেকে বছরে এক-দুইবার তিনি দেশে আসেন।

গত বছর সৌদি আরবে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছিলেন হাফেজ তাকরীম।

কয়েক বছর ধরে বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। তবে এবারই প্রতিযোগী হাফেজদের সঙ্গে বিচারকের আসনেও বসলেন কোনো বাংলাদেশি হাফেজ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ