শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বিদায়ী ইমামকে রাজকীয় সংবর্ধনা, দেয়া হল ১০ লাখ টাকা উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদের দীর্ঘদিনের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়ে সম্মান জানিয়ে অবসরে পাঠিয়েছে এলাকাবাসী। তার নাম হাফেজ মো. হাসান। দীর্ঘ ৫৩ বছর মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঘটে এমন ব্যতিক্রমী ঘটনা।

গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়লের সভাপতিত্বে এবং মসজিদের সাধারণ সম্পাদক মিনহাজ মাস্টার এবং ইসমাইল মেম্বারের যৌথ সঞ্চালনায় রাজকীয় বিদায়ী গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল আলম প্রধান।

অনুষ্ঠানে বিদায়ী ইমামের দীর্ঘ নেক হায়াত, সুস্থ ও সুন্দর জীবনযাপনে দোয়ার পাশাপাশি ভুলত্রুটির জন্য তার কাছে ক্ষমা চান উপস্থিত সবাই। এ সময় বিদায়ী ইমামের হাতে নগদ ১০ লাখ টাকা, বিভিন্ন উপহার সামগ্রী ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়ল যুগান্তরকে বলেন, ইমাম সাহেবের হাতে নগদ ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। এলাকাবাসীর সঙ্গে প্রবাসীরা এ আর্থিক সহযোগিতা করেছেন।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, সাবেক চেয়ারম্যান মীর মোহাম্মদ নূরে আ. হাই, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন কমান্ডার, মাওলানা আশেকে মোস্তফা, মাওলানা কাজী মুঈন, মাওলানা মুফতি রফিউদ্দিন, মাওলানা হাফিজ উদ্দিন, মুফতি নাসিরউদ্দিন খাঁনসহ আরও স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদ পরিচালনা কমিটি, বাজার পরিচালনা কমিটির নেতা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সাংস্কৃতিক সাংগঠনিক নেতা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ