আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকের সহ-সভাপতি, সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া গহরপুরের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরীকে সংবর্ধনা প্রদান করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা।
গত শনিবার (১২ মার্চ) গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আমিরাতের আজমান স্পাইসি হাউজ রেস্টুরেন্টে এই সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজী আব্দুর রবের সভাপতিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক কয়েছ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, আমিরাত প্রবাসী সালেহ আহমদ, সালাহ উদ্দিন মধু, এম এ মুকিত ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দেশের সুনাম বাড়াতে প্রবাসীদের প্রতি অনুরোধ করেন। দেশের দুর্নাম হয় এমন কাজ থেকে বিরত থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
সবশেষে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রবাসীদের কল্যাণে মোনাজাত করেন হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী।
প্রসঙ্গত, মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী গত ৪ মার্চ দাওয়াতি সফরে আমিরাতে গেছেন। এরপরে সেখান থেকে চলতি মাসেই সৌদি আরবে গিয়ে ওমরা পালন করে পবিত্র রমজানের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
-এসআর