আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে, আগুনের কারণ ও হতাহতের খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
রাত সোয়া ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করে। আরও পাঁচ-সাতটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।’
কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা সম্ভব হয়নি জানিয়ে রাশেদ বিন খালেদ বলেন, ‘কোনো হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনও জানতে পারেনি।’
-এটি