শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য রমজানে বিশেষ দু’টি কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আসন্ন রমজানে মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স ও আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্স।

আবাসিক ও অনাবাসিক সুবিধাসহ কোর্স দু’টি অনুষ্ঠিত হবে রাজধানীর চৌধুরীপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায়।

আওয়ার ইসলাম ও সৃজন একাডেমির যৌথ উদ্যোগে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্সে ক্লাস নেবেন বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আহমদ সেলিম রেজা, লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ।

আওয়ার ইসলাম আয়োজিত আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্সে অতিথি প্রশিক্ষক হিসেবে থাকবেন মারকাজুল লুগাতিল আরাবিয়্যাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মহিউদ্দীন ফারুকী। চট্টগ্রাম মেখল মাদরাসার আদলে নাহু-সরফ প্রশিক্ষণ দেবেন মুফতি সাদেকুর রহমান। দারস প্রদান করবেন মাওলানা হুসাইন আহমদ ও মুফতি এহসানুল হক।

কোর্স দু’টি সীমিত আসনে শুরু হচ্ছে। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি হওয়া যাবে। কোর্স ফি ১৫০০টাকা, থাকা ও খাওয়া ২০০০ টাকা। ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের জন্য ০১৯০২৮৯১৯৯৬ (বিকাশ,নগদ),  আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণের জন্য ০১৭৫৫১৩০৮১২ (নগদ) ০১৯২৫৪০৭৮৯৮ (বিকাশ) নম্বরে যোগাযোগ করুন ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ