আওয়ার ইসলাম ডেস্ক: ১০ দফা দাবিতে ১১ মার্চ মহানগর ও জেলাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (০৪ মার্চ) রাজধানীর উত্তরায় পদযাত্রা কর্মসূচি পালন শেষে এ কথা বলেন তিনি।
এদিন ১০ দফা দাবি আদায়ে ১৩টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। যুগপৎ আন্দোলনের এ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন নেতাকর্মীরা। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবিতে সারা দেশের মহানগর এলাকার প্রত্যেকটি থানাপর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি।
উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা করেছে দলটি। দুপুর ২টার পরে শুরু হয় এ কর্মসূচি। এর আগেই নেতাকর্মীরা প্ল্যাকার্ড ব্যানার হাতে জড়ো হন উত্তরায়। গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যাত্রাবাড়ী এলাকার পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ নানা দাবিতে নগরীর পল্লবীতে পদযাত্রা করেছে বিএনপি। যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে পদযাত্রা করেনে দলটির নেতাকর্মীরা। সকাল থেকেই প্ল্যাকার্ড, ব্যানার হাতে পল্লবীর ডি ব্লকে জড়ো হন নেতাকর্মীরা। পরে তারা পদযাত্রা কর্মসূচির পালন করেন।
অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় নেতাকর্মীসহ বেগম জিয়ার মুক্তি দাবিতে পদযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা। যেখানে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।
নগরীর বংশাল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করে বিএনপি। যেখানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতৃত্ব দেন।
এছাড়া, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে রাজধানীর প্রতিটি থানা এলাকায় পদযাত্রা করেছে বিএনপি। একই দাবিতে সারা দেশে একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি।
টিএ/