মুযযাম্মিল হক উমায়ের।।
হজরত আলী রাজিয়াল্লাহু তায়ালা আনহু কুমায়ল বিন জিয়াদকে ওসিয়ত করতে গিয়ে বলেন,
يَا كُمَيْلُ بْنَ زِيَادٍ، إِنَّ هَذِهِ الْقُلُوبَ أَوْعِيَةٌ فَخَيْرُهَا أَوْعَاهَا لِلْخَيْرِ، وَالنَّاسُ ثَلَاثَةٌ: فَعَالِمٌ رَبَّانِيُّ، وَمُتَعَلِّمٌ عَلَى سَبِيلِ نَجَاةٍ، وَهَمَجٌ رِعَاعٌ أَتْبَاعُ كُلِّ نَاعِقٍ لَمْ يَسْتَضِيئُوا بِنُورِ الْعِلْمِ، وَلَمْ يَلْجَئُوا إِلَى رُكْنٍ وَثِيقٍ হে কুমায়ল বিন জিয়াদ! নিশ্চয় অন্তর হলো একটি পাত্র। তার মধ্যে যা কিছু রাখা হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হলো ইলম।
আমি তোমাকে যে কথাটি বলবো, তুমি তা স্মরণ রাখো। মানুষ হলো তিন প্রকার। ১. আলেমে রাব্বানী। (ওই সকল আলেমকে বলে, যারা নিজের ইলম দ্বারা আল্লাহ তায়ালাকে চিনতে পেরেছে- অনুবাদক)
২. ওই সকল ছাত্র, যারা পরকালের মুক্তির পথ খুঁজতে ইলম শিখতে মগ্ন। ৩. উচ্ছঙ্খল জনতা। যারা সবার সাথে তাল মিলিয়ে চলে। যে দিক থেকে বাতাস আসে, সেই দিকেই ঝুকে পড়ে। ইলমের নূর দ্বারা তারা নিজেদেরকে আলোকিত করতে পারেনি। এবং মজবুত কোনো ঘাঁটিতেও তারা আশ্রয় নিতে পারেনি।
হে কুমায়ল বিন জিয়াদ! يا كُميل بن زيادٍ، العلم خيرٌ من المال؛ العلم يحرسك وأنت تحرس المال، المال ينقصه النفقة والعلم يزكو على الإنفاق -ইলম সম্পদ থেকে উত্তম। ইলম তোমাকে পাহারা দিবে। আর সম্পদকে তোমার পাহারাদারি করতে হবে। মাল খরচ করলে কমবে, আর ইলম বিতরণ করলে বাড়বে।
হে কুমায়ল বিন জিয়াদ! محبة العالم دينٌ يدان، تكسبه الطاعة في حياته، وجميل الأحدوثة بعد وفاته، ومنفعة المال تزول بزواله، العلم حاكمٌ والمال محكومٌ عليه -আলেমকে মহব্বত করা হলো দীনদারীর আলামত। তা দ্বারা দুনিয়াতে নেকি অর্জন করা যায়। আর মৃত্যুর পর শুভবার্তা পাওয়া যাবে।
হে কুমায়ল বিন জিয়াদ! মালের উপকার মাল শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। ইলম হলো বিচারক। আর মাল হলো এমন যার জন্যে বিচার করতে হয়।
হে কুমায়ল বিন জিয়াদ! مات خزَّان المال وهم أحياءٌ! والعلماء باقون ما بقي الدهر؛ أعيانهم مفقودة، وأمثالهم في القلوب موجودة -অনেক সম্পদের মালিকগণ তারা জীবিত থেকেও মারা গেছে এমন আছে, কিন্তু ওলামাগণ যুগ যুগ ধরে তাঁদের ইলম দ্বারা বেঁচে আছেন। যদিও তাঁদের দেহ হারিয়ে গেছে ঠিক, কিন্তু তাঁরা মানুষদের অন্তরে জীবিত আছে যুগের পর যুগ ধরে।
-এটি