আওয়ার ইসলাম ডেস্ক:।। মাদরাসার পরিচালনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদর এই মাদরাসার সম্পদের ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত। কারণ এটা অনেক বড় আমানত।
এখানে সামান্য গাফিলতি করলে ভয়াবহ গোনাহ হবে। আমি আপনাদের সামনে নিজের একটি কথা বলি। যেদিন থেকে মাদরাসা পরিচালনার দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে সেদিন থেকে আমি দারুল উলুমের জন্য যে চাঁদা আসে সেটাকে নিজের জন্য সাপের মতো মনে করি।
মনে করি কেউ আমর গলায় একটি সাপ জড়িয়ে দিয়েছে; যদিও সেই চাঁদা আমি নিই না, আমি নিজের জন্য খরচও করি না। একজন দাতা এবং গ্রহীতাও অন্য; তবে আমি মাঝে দায়িত্বশীল হওয়া কারণে এমন বোঝা মনে হয়।
মনে রাখবেন, মাদরাসার পয়সা সাপের চেয়েও ভংয়কর। মাদরাসার সঙ্গে জড়িত প্রত্যেকের এ ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত। এমনিভাবে ছাত্রদের জন্য মাদরাসার প্রতিটি জিনিস খুই ভয়ংকর।
মাদরাসার বিদ্যুৎ, পানির অপ্রয়োজনীয় ব্যবহার হারাম। মাদরাসার কিতাবের প্রতি অবহেলা ও অযত্ন ভাব দেখানোও হারাম। আল্লাহ তা‘আলা আমাদেরকে এসব থেকে বেঁচে থাকার তাওফিক দিন। আমাদের গোটা জীবন সুন্নত অনুযায়ী সাজানোর তাওফিক দিন। আমিন। সূত্র: ইসলাহী খুতুবাত
-এটি