জাহিদুল ইছলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)র অধীনে ফাইনাল পরীক্ষা চলে আসছে দীর্ঘ ৪৫ বছর যাবৎ। চলতি বছর বেফাকের অধীনে ৪৬ তম পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। পরীক্ষা প্রতিদিন ৯ টা থেকে শুরু হয়ে সাড়ে তিন ঘন্টা অর্থাৎ ১২:৩০ মিনিট পর্যন্ত চলবে।
মারহালা ইবতিদাইয়্যাহ থেকে শুরু করে ফজিলত পর্যন্ত চলবে পহেলা মার্চ পর্যন্ত। মারহালা ইবতিদাইয়্যাহ থেকে শুরু করে মারহালা ফজিলত পর্যন্ত মোট পাঁচটি মারহালার প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষার্থীরা প্রত্যেকেই উক্ত পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা কেউ কেউ গভীর রাত পর্যন্ত গভীর মনোযোগের সাথে পড়া-শোনায় ব্যস্ত। সুস্থ শরীরে মেহনত করে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অনেকেই।
-এটি