সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

করোনায় বিশ্ববাসী যা পারেনি, বাংলাদেশ তা পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক মানের করার ইচ্ছা রয়েছে সরকারের। করোনা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচিতে সেটা প্রমাণ হয়েছে। করোনায় বিশ্ববাসী যা পারেনি, বাংলাদেশ তা পেরেছে। বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘ভারতে পাঁচ লাখ লোক মারা গেছে, যুক্তরাষ্ট্রে ১০ লাখ লোক মারা গেছে। বাংলাদেশে এত পপুলেশন, এত ঘনবসতি—সেখানে মাত্র ২৯ হাজার লোক মারা গেছে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে করোনার টিকাদানের হার ৯৮ শতাংশ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের হার ৫০ শতাংশ।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে একটি মানুষও যেন চিকিৎসা নিতে বিদেশে না যায়, সেজন্য কাজ করছি। একদিন বিদেশ থেকে, আশপাশের দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে আসবে বাংলাদেশে, এটাই আমরা আশা করি।’

জাহিদ মালেক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ