আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার এলাকায় এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সাত ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ প্রবেশের পর ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জের সঙ্গে ভৈরব-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মো. ইউসুফ বলেন, উদ্ধারকারী ট্রেন দিনগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। আজ ভোর সাড়ে ৬টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এগারোসিন্ধুর প্রভাতি কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছেড়ে গেছে।
-এসআর