শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

তুরস্কে হতাহতদের পাশে বাংলাদেশের দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সোমবার ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয় তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়াতে। শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ২৪ হাজার। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

তুরস্কে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষেরা। ফলে তাঁদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভূমিকম্পে হতাহতদের সহায়তায় ইতোমধ্যেই এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে তুরস্ক পৌঁছেছেন। এরই ধারাবাহিকতায় তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশের আলেমদের সেবা সংস্থা আল-মারকাজুল ইসলামী ও আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আল-মারকাজুল ইসলামী জানায়, আমাদের পক্ষ থেকে দুই হাজার বডি ব্যাগ ইতোমধ্যেই তুরস্কে পৌছেছে। শুক্রবার রাত ১০টার ফ্লাইটে এগুলো পাঠানো হয়। আরো কয়েক হাজার বডি ব্যাগ প্রস্তুত করা হচ্ছে পাঠানোর জন্য। সংস্থার চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযা ইসলাম তুরস্ক এম্বাসির মাধ্যমে সহযোগিতা পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে তুরস্ক পৌঁছেছেন এবং তাঁরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন। আলহামদু লিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন সাধ্যানুযায়ী (তুর্কি দূতাবাসের মাধ্যমে) তুরস্কে ত্রাণ সামগ্রী পাঠাবে ইন-শা-আল্লাহ। এ ব্যাপারে ঢাকাস্থ তুর্কি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। দূতাবাসের চাহিদা অনুযায়ী প্যাডিং জ্যাকেট এবং উন্নত মানের কম্বল পাঠানো হবে ইন-শা-আল্লাহ।

প্রসঙ্গত, বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কট, সিলেটের বন্যা পরিস্থিতি, কোভিড-১৯ সঙ্কটসহ প্রায় প্রতিটি সঙ্কটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল-মারকাজুল ইসলামী ও আস-সুন্নাহ ফাউন্ডেশন। এছাড়া দেশের অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে এই দুই সংস্থা।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ