শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘জাতীয় স্বার্থবিরোধী পাঠ্যপুস্তক সংশোধনে গণআন্দোলন গড়ে তোলা হব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় স্বার্থ বিরোধী পাঠ্যপুস্তক সংশোধনে সর্বব্যাপী গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগর চুংওয়া রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত ‘গোলটেবিল বৈঠকে’ সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর বলেন, বিশ্ব যখন ৪র্থ শিল্প বিপ্লবে প্রবেশ করছে, বেকারত্ব যখন তারুণ্যকে হতাশায় নিমজ্জিত করছে, অর্থনীতি, রাজনীতি যখন অনৈতিকতার চরম খেসারত দিচ্ছে, দেশের পাঠ্যপুস্তকে যখন প্রায়োগিক বিজ্ঞান, কর্মমুখি শিক্ষা ও নৈতিকতার প্রাবল্য থাকার কথা ছিলো তখন পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি, বিজ্ঞানের নামে ধর্মবিদ্বেষী দর্শন ও নৈতিকতা বিরোধী বিষয়বস্তু সংযোজন করা হয়েছে।

পীর সাহেব চরমোনাই বলেন, পাঠ্যপুস্তকের প্রধান প্রবণতা হওয়ার কথা দেশীয়
ঐতিহ্য, বোধ-বিশ্বাস, সেখানে নতুন পাঠ্যপুস্তকের প্রধান প্রবণতাই হলো
দেশের হাজার বছরের বোধ বিশ্বাস ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক ও ধর্মবিদ্বেষ।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার একটি মাধ্যম হতে পারতো নতুন পাঠ্যক্রম, অথচ এই পাঠ্যক্রমেই উল্টো বিবাদের বীজ রোপন করা হয়েছে।

রেজাউল করীম বলেন, পাঠ্য বইয়ে পশ্চিমা বিশ্বের সর্বনাশ করা ট্রান্সজেন্ডারিজমকে হালকা করে দেখানো হয়েছে। বাঙ্গালী মুসলিমের ঐতিহ্যের অংশ পর্দাকে হেয় করাসহ দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী বহুরৈখিক অপচেষ্টা করা হয়েছে।

পীর সাহেব চরমোনাই হুশিয়ারী উচ্চারণ করে বলেন, জাতীয় স্বার্থবিরোধী এই পাঠ্যপুস্তক অবশ্যই বাতিল করতে হবে এবং এর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল ধারা ও মতের সর্বজনকে সাথে নিয়ে রাজনৈতিক সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। যার পরিণতিতে জাতীয় স্বার্থবিরোধী অপশক্তি ও তাদের দোষরা সমূলে উৎখাত হবে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ